২০২৩-২৪ অর্থবছরের শুরুতে রেমিট্যান্সের পালে সুবাতাস লেগেছে। চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে ৯৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৮০১ কোটি ১৭ লাখ টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, চলমান জুলাইয়ের দুই সপ্তাহে দৈনিক গড়ে ৭ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। স্থানীয় মুদ্রায় যা প্রায় ৭৭১ কোটি টাকার বেশি। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। চলতি মাসের প্রথম ১৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৭২ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৯৪ লাখ ডলার। এ ছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮২ কোটি ৫১ লাখ ডলার আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৩৬ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে।
এর আগের মাস জুনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার, যা গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ।
সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল দেশে।
বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টদের ভাষ্য, ব্যাংকিং চ্যানেল নিরাপদ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে অনেক বাংলাদেশি বিদেশে গেছেন। তারা বৈধপথ ব্যাংকিং চ্যানেলে আয় পাঠাচ্ছেন।