জনতার কণ্ঠ রিপোর্টার: শরীয়তপুর সদর উপজেলার ২৪ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মোট ১২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় সরকারী অনুদানের এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৪ জন রোগীদের মাঝে সরকারি এই আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদ হোসেন, উপজেলা সমবায় অফিসার ইমাম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জলিল খান, উপজেলা পাট কর্মকর্তা অলক রায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. জাকির হোসেন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।