সংসার ভাঙ্গতে যাচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার?

ডেস্ক রিপোর্ট: রাজনীতি আর বিনোদন জগতের সংযোগ নিয়ে আলোচনা সবসময়ই জনমনে কৌতূহল জাগায়। ইতিহাস সাক্ষী, বহু রাজনৈতিক শীর্ষ ব্যক্তিত্বের জীবনে নায়িকাদের প্রতি দুর্বলতার গল্প সময়ের সঙ্গে সঙ্গে চর্চার কেন্দ্রে এসেছে।কখনও তা হয় জনসমক্ষে, কখনও আবার রয়ে যায় গুঞ্জনের আড়ালে।
এবার সেই তালিকায় যুক্ত হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হলিউডের জনপ্রিয় তারকা জেনিফার অ্যানিস্টন।
সম্প্রতি বারাক ওবামা এবং মিশেল ওবামার দাম্পত্য জীবনে ফাটল ধরার গুঞ্জন ছড়িয়ে পড়তেই এই নতুন জল্পনার জন্ম। বারাক ওবামা কি তবে জেনিফারের টানেই দীর্ঘদিনের দাম্পত্যে ইতি টানতে যাচ্ছেন?
অতীতে এক সাক্ষাৎকারে জেনিফার নিজেই বারাক ওবামার সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রসঙ্গ তুলেছিলেন। তিনি জানান, ওবামা পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি মিশেলকে বারাকের থেকেও ভালোভাবে চেনেন। সেই মন্তব্য তখন ভাইরাল হয়েছিল। এখন, বারাক-মিশেলের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই জেনিফারের সেই পুরনো সাক্ষাৎকার আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে।
গুঞ্জন নিয়ে জেনিফারও নাকি এবার মুখ খুলেছেন। এক ভিডিও ক্লিপে তাকে হাসতে হাসতে বলতে শোনা গেছে, “শুনেছি, আমার আর বারাকের সম্পর্ক নিয়ে অনেক কথা হচ্ছে। তবে এতে আমি একটুও রাগ করিনি। কারণ আমি জানি, গুজব কীভাবে ছড়ায়।”
এদিকে, ওবামা বা তার দপ্তর থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই গুঞ্জন নিয়ে মার্কিন মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। বারাক ওবামা ও জেনিফার অ্যানিস্টনের সম্ভাব্য সম্পর্কের এই খবর নিয়ে বিশ্ব মিডিয়া কৌতূহলী। সত্যিই কী ঘটছে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *