সজীব ওয়াজেদ জয়কে এক সময় বিদেশে পাঠানোর ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকা ছিল

বিনোদন রিপোর্ট: সোমবার (১৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে লেখক ও বিশ্লেষক ফাহাম আবদুস সালাম দাবি করেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে এক সময় বিদেশে পাঠানোর ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকা ছিল। তিনি উল্লেখ করেন, ৯০-এর দশকে ঘটে যাওয়া এক ঘটনার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া জয়কে যুক্তরাষ্ট্রে পাঠাতে সহায়তা করেছিলেন।
ফাহাম আবদুস সালামের দাবি অনুযায়ী, ১৯৯৩-৯৪ সালের দিকে একটি দুর্ঘটনার সঙ্গে জয়ের নাম জড়ানোর পর পরিস্থিতি সামাল দিতে খালেদা জিয়া জয়কে যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যাপারে সাহায্য করেন। যদিও এই ঘটনার নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি, তবে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে।
ফাহাম আবদুস সালাম ফেসবুক পোস্টে বলেন, একটা ঘটনা আমি একাধিক জায়গায় শুনেছি কিন্তু নিশ্চিত হতে পারি নাই। জয় ৯৩/৯৪ সালে মহাখালী ব্র্যাক বিল্ডিং এর কাছে কোথাও মদ্যপ অবস্থায় গাড়ী চালিয়ে দিয়ে কাওকে মেরে ফেলেছিলো। এই পার্টটা আমি শুনেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন সাংবাদিক ও সম্পূর্ণ আনরিলেটেড তৎকালীন একজন ছাত্রলীগ নেতার কাছে যিনি জয়ের কাছাকাছি মানুষ ছিলেন (এই দুইজনের মাঝে কোনো সম্পর্ক নাই)। খালেদা জিয়াই নাকি তখন জয়কে এমেরিকা পাঠানোর জন্য সাহায্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *