সন্তান দত্তক ও সম্পর্ক নিয়ে যা বললেন জয়া

 দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের গুণে জয় করেছেন লাখো দর্শকের হৃদয়। সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমাতে দেখা গেছে তাকে, এরপর কাজ করেছেন ওপার বাংলার নতুন ছবি ‘ডিয়ার মা’-তে। সিনেমাটিতে সন্তান দত্তক নেওয়ার মতো সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছে।

এই প্রসঙ্গেই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাতকারে ব্যক্তিজীবনে সন্তান দত্তক নেওয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন জয়া।

তিনি বলেন, ‘সবাইকে বা সবসময় বায়োলজিক্যাল মা হতে হবে, এমন তো কোনও কথা নেই। যদিও তারপরেও আমাদের সমাজ এখনও এই বিষয় ততটা উদার চোখে দেখে না। রক্ত, বংশ নিয়ে ভাবে।’ অভিনেত্রী বলেন, ‘সন্তান দত্তক নেওয়ার মতো সংবেদনশীল বিষয়টিই ‘ডিয়ার মা’-তে তুলে ধরা হয়েছে। পরিচালকের বক্তব্য, ভালোবাসা রক্তের সম্পর্কের থেকেও গাঢ়। কী করে সেটা বলছি, সেটাই দর্শক পর্দায় দেখবেন। আপনিই বলুন না, দত্তক নেওয়া কি এখনকার দিনে কোরো বড় ব্যাপার? যিনি সন্তান ধারণ করতে চান তিনি সেটাই করবেন। তারপরেও যদি কেউ সন্তান চান তিনি দত্তকের মাধ্যমে সেই ইচ্ছাপূরণ করতে পারেন। আজকের দায়িত্বশীল নাগরিকের সেটাই করা উচিত। বহু সন্তান আছে যারা ঘর পায় না, মা-বাবা পায় না। ওদের আপন করে নিলে আমাদের সন্তানের সঙ্গে ওই মানুষগুলো মিলে যাবে। সমাজে সমানাধিকার বাড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *