‘সমধর্মিতা’ নিয়ে হাজির দ্য রোভার 

সাপ্তাহিক জনতার কণ্ঠ

১১ ফেব্রুয়ারি ২০২৫

সমধর্মিতায় রয়েছে সাতটি গান। সাইকেডেলিক সাউন্ড, ইন্ডিয়ান ক্লাসিক্যাল রিদম, বাউলিয়ানা লিরিক ও রক অ্যান্ড রোল এনার্জির এক অনবদ্য মিশ্রণ এ গানগুলো। অ্যালবামটি ইতোমধ্যে ইউটিউব ও স্পটিফাইতে রিলিজ করা হয়েছে।

অ্যালবামের মূল বিষয়বস্তু, নিজেকে সত্যিকার অর্থে খুঁজে পাওয়া, নিজের সাথে কথা বলা ও নিজেকে জানা। আত্ম-অন্বেষণের এ যাত্রায় দ্য রোভার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ও রক অ্যান্ড রোলকে।

২০১৭ সালে দ্য রোভারের যাত্রা শুরু হয়। কালের পরিক্রমায় দ্য রোভার এখন একটি ট্রিও ব্যান্ড, অর্থাৎ ব্যান্ডের সদস্যা সংখ্যা তিন। গিটার আর ভোকালে আছেন রাতুল, বেজ ও ভোকালে আছেন জাফরী এবং ড্রামসে আছেন তুনান।

দ্য রোভারের কম্পোজিশনে ষাট দশকের রক অ্যান্ড রোল, হিপি মিউজিক আর ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের প্রভাব থাকলেও তাদের লিরিকে স্পষ্টতই ফুটে ওঠে বাংলার চিরায়ত বাউলিয়ানার প্রভাব। সমগ্র প্রাণ ও প্রকৃতির সাথে একাত্মতা, আত্মানুসন্ধানের তাগিদ, সাম্যের চেতনা- এসবই দ্য রোভারের গানের মূল উপজীব্য। ডেব্যু অ্যালবামের সাতটি গানেও দ্য রোভারের মতাদর্শের প্রতিফলন ঘটেছে।

মানুষের সঙ্গে মানুষের ও অন্য সব প্রাণের যে গভীর বন্ধন, তা শুভাকাঙ্ক্ষীদের নিয়ে উদযাপন করতে সংগীত সন্ধ্যার দ্য রোভারের পাশাপাশি গান গাইবেন এ সময়ের আরও বেশ কয়েকজন শিল্পী। যাদের মধ্যে আছেন আহমেদ হাসান সানি, শুভ্র, লিসান, মুয়ীয মাহফুজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *