সরকার হিসেবে নয়, আমরা দেশ হিসেবে কাজ করছি : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমরা পুলিশ, স্থানীয় সরকার, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কাজ করছি-সরকার হিসেবে নয়, দেশ হিসেবে কাজ করছি।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, ঈদে সড়ক, রেলে শৃঙ্খলা আনার জন্য আমরা শ্রমিক সমিতির নেতাদের বলেছি দেশটা আপনার। তাদের বলেছি, জনগণকে সুবিধা দেওয়ার দায়িত্ব শুধু সরকারের নয়, এই দায়িত্ব হচ্ছে আমাদের সবার। তারা সবাই সাড়া দিয়েছেন, এই সাড়া দেওয়ার ফলেই আমরা সফল হয়েছি।

অন্তর্বর্তীকালীন সরকার হয়েও মানুষের সেবার মন-মানসিকতায় কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, এবারের রমজানে নিরবছিন্ন বিদ্যুৎ ছিল এবং দ্রব্যমূলের দাম কম ছিল। রেলযাত্রায় ভোগান্তি ছিল না। ঈদে সময়মতো দূরপাল্লার গাড়িগুলো পৌঁছেছে এবং কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নিরাপদে মানুষ বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ করতে পেরেছে।

তিনি আরও বলেন, যাত্রাপথে নিরাপদ ভ্রমণ ও আইন-শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি। আমরা বোঝাতে চেয়েছি, ইচ্ছা করলে সব কাজই মানুষের দোরগড়ায় সেবা পৌঁছানো যায়। আশা করি, পরবর্তী যে সরকারই আসবে তারা আমাদের মূল্যায়ন করবেন এবং অনুকরণ করে সেবার গতি বলবৎ রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *