সৌদি রুটে টিকিট সিন্ডিকেটের জালিয়াতি বন্ধে হাসনাতের আহ্বান

সাপ্তাহিক জনতার কণ্ঠ, ১১ ফেব্রুয়ারি ২০২৫

 

প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে যাতায়াত নিয়ে এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছে, যা ভয়াবহ জালিয়াতির মাধ্যমে প্রবাসীদের বিপাকে ফেলছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, অনেক প্রবাসীর অভিযোগ অনুযায়ী, কয়েকটি এজেন্সি কৃত্রিম সংকট তৈরি করে টিকিটের দাম দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দিয়েছে। দ্রুত সময়ে এ সিন্ডিকেট বন্ধ করতে হবে।

প্রবাসীদের প্রধান অভিযোগ

টিকিটের দাম দ্বিগুণের বেশি: আগে যেখানে সৌদি রুটের গ্রুপ টিকিটের মূল্য ৩৫-৪০ হাজার টাকা ছিল, এখন সিন্ডিকেট করে তা ৮০-৯০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।

ফ্লাইট সংখ্যা কমানো: আগে প্রতি সপ্তাহে ৯৮টি ফ্লাইট থাকলেও এখন তা কমিয়ে মাত্র ৪৪টি করা হয়েছে, যা সংকট আরও বাড়িয়ে দিয়েছে।

কৃত্রিম সংকট: কিছু এজেন্সি আগাম বিনিয়োগ করে সিন্ডিকেটের মাধ্যমে টিকিট সংকট সৃষ্টি করছে।

ব্ল্যাঙ্ক সিট দেখিয়ে প্রতারণা: ফ্লাইটে খালি সিট থাকা সত্ত্বেও ব্ল্যাঙ্ক সিট দেখিয়ে সংকট বাড়ানো হচ্ছে।

এয়ারপোর্টে হয়রানি: কিছু অসাধু চক্র যাত্রীদের নানা অজুহাতে হয়রানি করে তাদের ফ্লাইট মিস করাচ্ছে এবং পরবর্তী ফ্লাইটে অতিরিক্ত টাকা নিয়ে অন্য যাত্রী উঠাচ্ছে।

ম্যানপাওয়ার ভিসা দুর্নীতি: বিএমইটি কিছু ম্যানপাওয়ার ভিসার অনুমোদন স্থগিত রেখেছে, অথচ সৌদি দূতাবাস জানিয়েছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

অতিরিক্ত টাকা আদায়: কিছু এজেন্সি ও বিএমইটি কর্মকর্তা মিলে প্রতি ম্যানপাওয়ার ভিসায় ১০-১৫ হাজার টাকা বেশি নিচ্ছে, যার ফলে প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

দ্রুত এই সিন্ডিকেট ভেঙে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, সরকারের উচিত বিমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *