স্ত্রী-ছেলেসহ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

 মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম, তার স্ত্রী সোমা ইসলাম ও ছেলে  সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, সাফিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ পূর্বক নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মো: সাফিনুল ইসলাম, তার স্ত্রী সোমা ইসলাম এবং ছেলে সামিন ইসলামের নামে  ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, লকার ক্রেডিট কার্ড চালু রয়েছে। তারা অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব হতে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তাদের নামীয় ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *