স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক সচিব পদে পদোন্নতি পেয়েছেন। বিগত সরকারের আমলে ১৩ বার পদোন্নতি বঞ্চিত বিসিএস ৫ম ১৯৮৪ ব্যাচের এ কর্মকর্তা সেপ্টেম্বর ২০০৩ থেকে নভেম্বর ২০০৫ পর্যন্ত হবিগঞ্জের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি সরকার ৭৬৪ জন বিগত সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ১১৯ জনকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়। বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মোঃ এমদাদুল হক তৎকালীন সময়ে বিএসএস এর মেধা তালিকায় শীর্ষে ছিলেন। উল্লেখ্য হবিগঞ্জে জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালনকালে ২০০৫ সালের ২৭ জানুয়ারী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হবিগঞ্জে নিহত হন। মরহুম কিবরিয়ার পরিবার এবং তার দল আওয়ামী লীগ তৎকালীন জেলা প্রশাসক এমদাদুল হককে এ হত্যার ঘটনায় দোষারূপ করতেন। যার কারণে তিনি চাকুরী জীবনে অনেক ভোগান্তির শিকার হন।
এছাড়া হবিগঞ্জ শহর আধুনিকায়ন ও হবিগঞ্জ লন টেনিস ক্লাবের ভবন নির্মাণে তিনি বিশেষ অবদান রাখেন। এ সময় তার নামে এমদাদুল হক লন টেনিস ক্লাব ভবন নামকরণ করা হলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার নাম ফলক ভেঙ্গে ফেলে।