১৩ বছরের তরুণী হয়েও ফোন দেখেন না আরাধ্যা, কড়া শাসন ঐশ্বর্য-অভিষেকের

বলিউডের বিখ্যাত তারকা সন্তানদের মধ্যে একজন হলেন আরাধ্যা বচ্চন। কিন্তু অন্য তারকা সন্তানরা যেখানে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়, সেখানে ১৩ বছরের এই তরুণী এখনও হাত দিতে পারেন না মোবাইল ফোনে। মায়ের কড়া শাসনে বড় হচ্ছে সে। সম্প্রতি এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করলেন অভিষেক বচ্চন।

এই মুহূর্তে Zee 5 ডিজিটাল প্লাটফর্মে চলছে অভিষেক বচ্চন অভিনীত ‘কালীধর লাপাতা’। এই ছবিতে অভিনয় করে দর্শক এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। এই ছবি নিয়ে কথা বলতে গিয়েই সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিষেক জানান, তাঁর মেয়ে অর্থাৎ আরাধ্যা সমাজমাধ্যম থেকে থাকেন শতহস্তে দূরে।

অভিষেক বলেন, ‘আরাধ্যার লালন পালনের সমস্ত দায়িত্বই ঐশ্বর্যের। মেয়েকে মানুষ করার জন্য তিনি সবকিছু ছেড়ে দিয়েছেন। ঐশ্বর্যের জন্যই আজ আরাধ্যা সোশ্যাল মিডিয়ার যুগেও ফোন থেকে দূরে থাকে। শুধু তাই নয়, আরাধ্যা ব্যবহার করে না কোনও ফোন। আস্তে আস্তে সে একজন অসাধারণ নারী হয়ে উঠছে, ও আমাদের গর্ব।’

অভিষেক এবং ঐশ্বর্যের ডিভোর্সের খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল ঠিক সেই সময় ঐশ্বর্যকে নিয়ে একাধিক সাক্ষাৎকারে কথা বলে অভিষেক বোঝান যে, যা রটে তা অনেক সময় ঘটে না। হঠাৎ ঐশ্বর্য এবং অভিষেকের মধ্যে যে দূরত্বের খবর শুনতে পাওয়া গিয়েছিল তার পুরোটাই ভুল।

প্রসঙ্গত, গত বছরের শেষ থেকেই অভিষেক একের পর এক দুর্দান্ত চরিত্রে অভিনয় করে চলেছেন। আই ওয়ান্ট টু টক, বি হ্যাপি ছবিতে যেমন একদিকে বাবার চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছেন তিনি, তেমন অন্যদিকে ‘হাউসফুল ৫’ ছবিতে কমেডি চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *