বিলিয়নেয়াররা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে, যারা বিশ্ব অর্থনীতির বিশাল অংশের উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে। শুধু তাই নয় আন্তর্জাতিক রাজনীতি ও মিডিয়া থেকে শুরু করে মানবহিতৈষী এবং বৈজ্ঞানিক উদ্ভাবনী কাজে পর্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে।
অনেকে এমন কোম্পানি তৈরি করেছে যেগুলো সারা বিশ্বে কয়েক হাজার বা এমনকি কয়েক লাখ লোককে নিয়োগ করে। মাইক্রোসফট, অ্যামাজন, টেসলা, গুগল এবং নাইকি সহ কয়েকটি বিখ্যাত ব্র্যান্ড এর পিছনে রয়েছে। এরা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করেছেন। যেমন রুপার্ট মারডক এবং ভারতের মুকেশ আম্বানি প্রথমে তাদের পারিবারিক ব্যবসায় যোগদান করলেও পরবর্তীকালে নিজ নিজ শিল্প সাম্রাজ্য তৈরি করেন। ফোর্বস ১৯৮৭ সাল থেকে বিশ্বের বিলিয়নেয়ারদের ট্র্যাক করে চলেছে। এই বছরের শুরুতে, তাদের বার্ষিক তালিকায় জায়গা করে নিয়েছেন ২৬৪০ জন বিলিয়নেয়ার। অনেক বিলিয়নেয়ার তাদের প্রতিষ্ঠিত কোম্পানির স্টকে তাদের নেট সম্পদের বেশির ভাগই ধরে রেখেছেন। সেই স্টকের দাম যত বাড়ে, তাদের ভাগ্যও তার সাথে সুপ্রসন্ন হয়।
ফোর্বস সম্প্রতি বিশ্বের যে ১০ জন ধনী ব্যক্তির নাম প্রকাশ করেছে তাদের একনজরে দেখে নিন –
১. ইলন মাস্ক
২. বার্নার্ড আর্নল্ট
৩. জেফ বেজোস
৪. ল্যারি এলিসন
৫. ওয়ারেন বাফেট
৬. বিল গেটস
৭. মার্ক জুকারবার্গ
৮. ল্যারি পেজ
৯. স্টিভ বলমার
১০. সের্গেই ব্রিন