৩০ বছর ধরে সংরক্ষিত ভ্রূণ থেকে শিশুর জন্ম

৩০ বছরের বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত ভ্রূণ থেকে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের এক দম্পতি একটি পুত্রসন্তান জন্ম নিয়েছেন। এ ঘটনা একটি নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে বলে ধারণা করা হচ্ছে।

৩৫ বছর বয়সী লিন্ডসে পিয়ারস ও ৩৪ বছর বয়সী টিম পিয়ারস তাদের ছেলে থ্যাডিয়াস ড্যানিয়েল পিয়ারসকে স্বাগত জানিয়েছেন। লিন্ডসে এমআইটি টেকনোলজি রিভিউকে বলেছেন, ‘আমার পরিবার বলছে, এটা সায়েন্স ফিকশন সিনেমার মতো।

ধারণা করা হচ্ছে, এটি এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময় ধরে হিমায়িত থাকা ভ্রূণ, যা থেকে সফলভাবে একটি জীবন্ত শিশুর জন্ম হয়েছে। এর আগে ১৯৯২ সালে সংরক্ষণ করা ভ্রূণ থেকে ২০২২ সালে যমজ সন্তান জন্ম নিয়েছিল। ওহাইওর ঘটনার আগ পর্যন্ত এটিই দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে শিশু জন্ম নেওয়ার রেকর্ড।

পিয়ারস দম্পতি সাত বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করার পর ৬২ বছর বয়সী লিন্ডা আরচারড ও তার সাবেক স্বামীর ইন ভিটরো ফার্টিলাইজেশনের (আইভিএফ) মাধ্যমে ১৯৯৪ সালে তৈরি করা একটি ভ্রূণ দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন।

সেই সময় লিন্ডা আরচারড চারটি ভ্রূণ তৈরি করেছিলেন। এর মধ্যে একটি থেকে তার মেয়ে জন্ম নেন, যার বয়স এখন ৩০ বছর। বাকি তিনটি ভ্রূণ তিনি সংরক্ষণ করেছিলেন। পরবর্তীতে তিনি এগুলো গবেষণা অথবা অন্য পরিবারকে দেওয়ার জন্য দান করেন।

যেখানে পিয়ারস দম্পতির ভ্রূণ স্থানান্তর করা টেনেসির রিজয়েস ফার্টিলিটি ক্লিনিক জানিয়েছে, তারা যেকোনো বয়স বা অবস্থার ভ্রূণকেই স্থানান্তরের লক্ষ্যে কাজ করে।

লিন্ডসে বলেন, তিনি ও তার স্বামী কোনো ‘রেকর্ড ভাঙার’ লক্ষ্য নিয়ে এটি করেননি, তারা কেবল ‘একটি সন্তান চেয়েছিলেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *