৬ মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন সাইফের হামলাকারী

বিনোদন প্রতিবেদক: বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক, এমনটাই দাবি করেছে মুম্বাই পুলিশ। ৬ মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ প্রবেশ করেছিলেন তিনি। মুম্বাইতে একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন অভিযুক্ত হামলাকারী ভারতীয় নাগরিক হওয়ার কোনো পরিচয় দেখাতে পারেনি সে, বলছে মুম্বাই পুলিশ।
ভোরে তাকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া।
ডিসিপি দীক্ষিত গেদাম টাইমস অফ ইন্ডিয়াকে জানান, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, তা থেকে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বাংলাদেশি। অবৈধভাবে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। পাঁচ থেকে ছয় মাস আগে তিনি ভারতে প্রবেশ করেন এবং মুম্বাই আসেন।
সাইফের ওপর সন্দেহভাজন হামলাকারী গ্রেপ্তারসাইফের ওপর সন্দেহভাজন হামলাকারী গ্রেপ্তার
মুম্বাই পুলিশ বলছে, অভিযুক্ত হামলাকারীর কাছে থেকে কিছু নথি জব্দ করা হয়েছে যা ইঙ্গিত করে যে সে একজন বাংলাদেশী নাগরিক। তার কাছে বৈধ ভারতীয় নথি নেই। তিনি ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।
মুম্বাই পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘৫-৬ মাস আগে মুম্বাইয়ে আসেন শেহজাদ। এরপর কিছুদিন শহরেই ছিলেন। অভিযুক্ত একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। তার কাজ থেকে মিলেছে ভুয়া নথিপত্র। ভারতীয় নাগরিক হওয়ার কোনো পরিচয় দেখাতে পারেনি সে।’
পুলিশ জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি নিজেকে বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস ও বিজে নামে পরিচয় দিতেন। তিনি একসময় থানেতে একটি পানশালায় কাজ করতেন।
অভিযুক্ত কি আগেও সাইফের বাড়িতে এসেছে, জানতে চাইলে ডিসিপি গেদাম বলেছেন— আমাদের কাছে এখনও এ সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। তবে ধারণা করা যাচ্ছে, সে প্রথমবার চুরির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিলেন।
গত বুধবার দিবাগত রাত আড়াইটা নাগাদ বলিউড অভিনেতা সাইফ আলি খান ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন। দ্রুত তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডে ছুরি লেগেছে। স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে। বর্তমানে অবশ্য সাইফ বিপদমুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *