চিনিকলের কারখানা বিভাগ জানায়, ২০২২ সালের ২৩ ডিসেম্বর কেরু চিনিকলের মাড়াই দিবস শুরু করা হয়েছিল। বড় ধরনের কোনো যান্ত্রিক ক্রুটি ছাড়াই শুক্রবার ভোর সাড়ে ৫টায় আখের অভাবে এ মৌসুমের মাড়াই বন্ধ করা হয়।
চিনিকল সূত্র জানায়, এ বছর মাড়াই দিবসের আগে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সাড়ে ছয় শতাংশ চিনি আহরণের হিসাব ধরে ৫৩ কার্যদিবসে ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার ৮৮৪ মেট্রিক টন চিনি উৎপাদন করতে হবে। কিন্ত আখ অভাবে মাত্র ৪২ দিনে ৪৬ হাজার ৯৩৭ মেট্রিক টন আখ মাড়াই করে শুক্রবার পর্যন্ত দুই হাজার ২৭০ মেট্রিক টন চিনি উৎপাদন করছেন। চিনি আহরণের গড় হার ছিল পাঁচ শতাংশ।
চিনিকারখানা এবারো লোকসানের মুখে পড়তে পারে বলে কর্তৃপক্ষ মনে করছেন।