আরো ২২০ কোটি ডলারের মার্কিন অস্ত্র যাচ্ছে ইউক্রেনে

ইউক্রেনকে ২২০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকছে দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র। খবর বিবিসি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে সাহায্য দিয়ে যাচ্ছে পশ্চিমা মিত্ররা। নতুন প্যাকেজসহ যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার পরিমাণ দাঁড়াবে ২ হাজার ৯৩০ কোটি ডলারের বেশি।
এ প্যাকেজের মধ্যে রয়েছে ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন বোমাও।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ব্রিগে. জেনারেল প্যাট রাইডার বলেছেন, নতুন সহায়তার ফলে ইউক্রেন দূরের লক্ষ্য বস্তুতে হামলা করতে পারবে। যা দেশটিকে বিস্তৃত সামরিক অভিযান পরিচালনায় সক্ষম করে তুলবে। এ ছাড়া নিজেদের সার্বভৌম অঞ্চল ও রুশ অধিকৃত এলাকা ফিরিয়ে নিতে পারবে।
এ দিকে সম্প্রতি ইউক্রেনকে ৩০টি ট্যাংক সরবরাহ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর পরপরই একই ঘোষণা দেয় জার্মানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *