অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল
শরীরে এমন কিছু ত্বকজনিত সমস্যা বা রোগ রয়েছে যা ভুক্তভোগী রোগীরা গুরুত্ব দেন না। কিন্তু যাদের এই সমস্যাটি রয়েছে তাদের চিকিৎসা প্রয়োজন। চর্মজনিত এই সমস্যাটি হলো হাত-পা ও হাতের তালুতে অতিরিক্ত ঘাম ঝরা। এর কিছু কারণ রয়েছে। যেমন-
১. অজ্ঞাত
২. বংশগত
৩. রাগ, ভয়, দুশ্চিন্তা,
৪. হাত ও পায়ে Bacteriaবা Fungus Infection
৫. হরমোনের সমস্যা, ডায়াবেটিস, থাইরয়েড Menstruation Menopause
৬. Metabolic Disorder বিপাক ক্রিয়ার সমস্যা।
৭. Malignant Disease ক্যান্সারজনিত সমস্যা Lymphoma Pheochromocitoma
৮. Autoimmune Disorder-অটো ইমুইন Rheumatoid arthritis, Systemic lupus erythrematosus
৯. Drugs কিছু ওষুধ
চিকিৎসা:
১. কারণ খুঁজে পেলে তার চিকিৎসা করতে হবে।
২. Dri Care নামে একটি লোশন ওষুধের দোকানে পাওয়া যায়, সেটি হাত ও পায়ের তালুতে সকালে ও রাতে লাগাতে হয়।
৩. খাবার ওষুধ- Propanthaline Bromide
৪. Injection-ইনজেকশন.
৫ Iontophoresis-আয়েনটোফোরেসিস।
৬. Operation-অপারেশন।
উপরোক্ত চিকিৎসা ছাড়াও এর রয়েছে অত্যাধুনিক আয়োনটোফরেসিস চিকিৎসা পদ্ধতি।
আয়োনটোফরেসিস হাত ও পা ঘামার সবচেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি। ১৭০০ সাল থেকে চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। কিন্তু ১৯৪০ সাল থেকে ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে। এখানে একটি মেশিন থাকে, যেটি Weak Current (দুর্বল বিদ্যুৎ) তৈরি করে। এই বিদ্যুৎ তারের মাধ্যমে ৪টি Stainless steel প্লেটে প্রবাহিত হয়। প্লেটের উপর ভিজা টাওয়েল থাকে।
রোগী ভিজা টাওয়েলের উপর হাত ও পা রাখে। একটি সেশনে সাধারণত ১৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। ভালো হওয়ার আগ পর্যন্ত; সপ্তাহে সাধারণত ৩ দিন এই চিকিৎসা নিতে হয়। একবার ভালো হলে সাধারণত অনেক দিন পর্যন্ত রোগীর হাত ও পা ঘামা বন্ধ থাকে।