এক ডিজিটাল প্ল্যাটফর্মে কৃষির ৪৫ সেবা

এখন থেকে কৃষি মন্ত্রণালয়সহ ১৭টি সংস্থার ৪৫টি নাগরিক সেবা মিলবে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে। এতে দুই কোটিরও বেশি মানুষ সরাসরি সুবিধা ভোগ করবেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ট্যাবে ক্লিক করলেই এসব সেবা পাওয়া যাবে।
আজ বুধবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ডিজিটাল সার্ভিসের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এসময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, এ প্ল্যাটফর্ম চালুর ফলে কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার নাগরিক সেবা এক জায়গায় খুব সহজেই পাওয়া যাবে। সেবা প্রাপ্তিতে সময় কম লাগবে ও যাতায়াত খরচ বাঁচবে। এখানে কৃষক, উৎপাদক, ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য কৃষি পরামর্শ, শস্য, লাইসেন্স ও নিবন্ধন, সার, অনুদান ও ভর্তুকি, সেচ এবং কীটনাশক বিষয়ে সেবা পাওয়া যাবে। কী প্রক্রিয়ায়, কত খরচে, কার মাধ্যমে, কত সময়ে এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে সেবা পাওয়া যাবে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি সেবার পদ্ধতির ধাপগুলো বর্ণনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *