‘আজ আমাদের বুঝতে হবে, পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে কত বড় অত্যাচার হয়েছে-ইমরান খান

‘পূর্ব পাকিস্তানের’ মানুষের সঙ্গে কত বড় অত্যাচার হয়েছে বুঝতে হবে: ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘আজ আমাদের বুঝতে হবে, পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে কত বড় অত্যাচার হয়েছে।’
আল-কাদির ট্রাস্ট মামলায় জামিনে মুক্ত হয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান গত শনিবার লাহোরে তাঁর জামান পার্কের বাসা থেকে জাতির উদ্দেশে ভার্চ্যুয়ালি দেওয়া ভাষণে এসব কথা বলেন। তাঁর ভাষণ ইউটিউবে প্রচারিত হয়।
এ মামলায় ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছিল। ১১ মে পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন। ১২ মে এ মামলায় তাঁকে দুই সপ্তাহের জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট। ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়।
পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে: ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
ইমরান খান তাঁর ভাষণে বলেন, ‘আজ আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই, পূর্ব পাকিস্তানের কথা। আমার জীবনেই হয়েছে পূর্ব পাকিস্তান। মার্চ ১৯৭১ সালে আমি ম্যাচ খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তান অনূর্ধ্ব উনিশের বিরুদ্ধে। আমাদের যে জাহাজ ফেরত এসেছিল, তা ছিল শেষ জাহাজ। আমার এখনো মনে আছে, কী ঘৃণা ছিল তাদের (পূর্ব) পাকিস্তানের (পশ্চিম) বিরুদ্ধে। আমাদের তো তা জানাই ছিল না।’
পিটিআইপ্রধান ইমরান খান বলেন, ‘এই যেমন আজ মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে, তখনো সেভাবে নিয়ন্ত্রণ করা হতো। তফাত এই যে আজ সোশ্যাল মিডিয়া আছে। এরা (পাকিস্তানের বর্তমান সরকার) সোশ্যাল মিডিয়াও বন্ধ করে দিল। এরা নিজেদের ভাষ্য শোনাতে চায়। ফেসবুক, টুইটার, ইউটিউব সব বন্ধ করে দিল। দেশের কত ক্ষতি হলো, শুধু এ জন্য যে ইমরান খানকে ধরতে হবে। এই প্রতিক্রিয়া তারা দেখালেন।’
পাকিস্তানের গণতন্ত্র এখন ‘সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে’: ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান
ইমরান খান বলেন, ‘পূর্ব পাকিস্তানেও এই হয়েছিল। আমাদের ছিল নিয়ন্ত্রিত মিডিয়া, পাকিস্তান টাইমস। আমরা কোনো খবরই পেতাম না। শুধু পিটিভি ছিল। সে তো ইংল্যান্ড গেলাম পড়তে, সেখানে জানলাম কী হয়েছে।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘আজ আমাদের বুঝতে হবে পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে কত বড় অত্যাচার হয়েছে। তাদের যে পার্টি নির্বাচন জিতেছিল, যাঁর প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, তাঁর বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন করে দিল। দেশ হারাল, সর্বনাশ করল, আমাদের ৯০ হাজার সেনা কয়েদি হলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *