পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীইমরান খানের বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামান খান পার্কের বাসভবনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনলাইনে সন্ধ্যায় দেওয়া এক বক্তব্যে ইমরান খান এই তথ্য জানান।
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্য গণমাধ্যম নিয়ন্ত্রণ করা।
লাইভে নিজ দল পিটিআইসহ দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ইমরান খান দলের নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতন নিয়ে বিলাপ করেন। তিনি বলেন, দলের অন্তত ১০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কারাগারে তাদের খুব অমানবিক অবস্থায় রাখা হয়েছে।
ইমরান খান তার দলের নেতাকর্মীদের বাড়ি ছেড়ে পালানোর নির্দেশ দিয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমি তাদের বলেছি, ঘরে থাকার দরকার নেই। লুকিয়ে থাকো।’
ইমরান খান বলেন, মানবাধিকার কোথায়? তারা কোথায় যারা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য আওয়াজ তুলেছিল। তিনি বলেন, আজ যা ঘটছে… এর পেছনে কারা এবং কেন হচ্ছে? এতে কি পাকিস্তানের উপকার হচ্ছে নাকি দেশে পরিবর্তন ঘটছে? কিছু মানুষ দল ছাড়লে পিটিআই শেষ হয়ে যাবে? যারা এটা মনে করে তাদের মাথা পরীক্ষা করা দরকার। সূত্র: ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *