পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য আরও একটি খারাপ খবর। শিরিন মাজারিসহ কমপক্ষে দুই ডজন মন্ত্রী, এমপির পর এবার তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) ত্যাগ করার ঘোষণা দিয়েছেন শক্তিধর নেতা ফাওয়াদ চৌধুরী। তিনি বলেছেন, রাজনীতি থেকে ছুটিতে যাবেন। তিনি ইমরান খানের ক্ষমতার সময় তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বিরোধী দলে যাওয়ার পর ইমরান খানের ডান হাত ছিলেন। পালন করেছেন দলের প্রধান মুখপাত্রের দায়িত্ব। বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি ইমরান খান থেকে দূরে সরে যাচ্ছি। দলের পদ থেকে পদত্যাগ করছি। এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি। ফাওয়াদ চৌধুরীর এমন সিদ্ধান্তের পর ইমরান খান বলেছেন, ক্ষমতায় থাকা যেকারো সাথে আলোচনার জন্য তিনি কমিটি গঠনে প্রস্তুত। বুধবারই আমি এই কমিটি গঠন করছি।
বৃহস্পতিবার তা ঘোষণা দেবো। একই সঙ্গে ইমরান খান দেশের গণতন্ত্রের জন্য একমাত্র সুপ্রিম কোর্টের বিচারকদের ওপর নির্ভর করেন বলে জানান। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা আমাকে বাইরে রেখে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাইছে।