মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপির) আরও ৬৩ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে তাদের নিরস্ত্র করে টেকনাফের হোয়াইক্যং এলাকায় বিজিবির সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে।
এর আগে দুপুরে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে তারা দেশে ঢুকে পড়েন। এ নিয়ে মিয়ানমার বর্ডার গার্ডের মোট ৩২৭ সদস্য আজ পর্যন্ত দেশে ঢুকেছেন।
ওদিকে গত সোম ও মঙ্গলবার ২৬৪ জন মিয়ানমার বর্ডার গার্ডের সদস্য বাংলাদেশে ঢুকেছেন। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের মিয়ানমারে পাঠানোর বিষয়ে সরকারের আলোচনা চলছে।