আজকাল শ্রুতিমধুর গানের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে গল্পনির্ভর ভিডিও : ইকবাল খন্দকার

বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানের এই পর্বে অতিথি হয়ে এসেছেন সম্প্রতি জনপ্রিয় হওয়া ‘দুষ্টু কোকিল’সহ অসংখ্য গানের শিল্পী দিলশাদ নাহার কণা এবং ‘চলো নিরালায়’খ্যাত শিল্পী অয়ন চাকলাদার।

তারা কথা বলেছেন নিজেদের গাওয়া শ্রোতানন্দিত কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। বিশেষ করে তারা প্রকাশ করেছেন গানগুলো তৈরি ও ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার। শরিফা আখতার রুবীর প্রযোজনায় ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হয় শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে।

অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন- ‘আজকাল শ্রুতিমধুর গানের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে গল্পনির্ভর ভিডিও। আর সেইসব ভিডিও নিয়েই নির্মিত হয়েছে আমাদের এবারের পর্ব। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

প্রযোজক শরিফা আখতার রুবী বলেন-‘বিটিভিতে সংগীত বিষয়ক নানা রকম অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। তবে মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান এর আগে কখনোই হয়নি। তাই ইতোমধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। আশা করছি জনপ্রিয় দুই শিল্পীর গানের ভিডিও নিয়ে নির্মিত এই পর্বটিও তারা দারুণভাবে উপভোগ করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *