কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক, ৮ আগস্ট, ২০২৪ (জনতার কণ্ঠ) : কেনিয়ায় সরকার বিরোধী ফের বিক্ষোভের ঘোষণায় বৃহস্পতিবার রাজধানী নাইরোবিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ রাজধানীর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। সড়কের গুরুত্বপূর্ণ অংশে ব্যারিকেড দেওয়া হয়েছে। রাজধানীর অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
পূর্ব আফ্রিকার দেশটিতে কয়েক সপ্তাহ ধরেই সরকার বিরোধী বিক্ষোভ চলছে। নেতৃত্ববিহীন তরুণ প্রজন্ম (জেন জি) দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে এই বিক্ষোভ করছে। প্রথমে বিতর্কিত কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও এখন তারা রুটোকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।
রুটো কর বৃদ্ধির সংক্রান্ত বিল প্রত্যাহারের ঘোষণা দেয়া সত্ত্বেও বিক্ষোভকারীরা আন্দোলন অব্যাহত রেখেছে। জুন মাসে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই বিক্ষোভ এখন প্রায়ই তীব্র সহিংসতায় রুপ নিচ্ছে। পুলিশের সাথে সংঘর্ষে এই পর্যন্ত অন্তত ৬০ প্রাণ হারিয়েছে। পুলিশ বেশিমাত্রায় বল প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে। তারা বিক্ষোভ দমনে তাজা গুলি ব্যবহার করছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *