আমি ফুটবল থেকে হারিয়ে যাবো না : মার্তা

আন্তর্জাতিক ডেস্ক, ১১ আগস্ট ২০২৪ (জনতার কণ্ঠ) : অলিম্পিক ফুটবলের ফাইনালে কাল ফ্রান্সের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিল নারী ফুটবল দলকে। এই ম্যাচের মাধ্যমে ব্রাজিলের জার্সি গায়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের সম্ভবত শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মার্তা।
কাল প্যারিসে ফাইনাল শেষে ৩৮ বছর বয়সী মার্তা বলেছেন, ‘অলিম্পিকের মাধ্যমে সম্ভবত আনুষ্ঠানিক কোন প্রতিযোগিতায় খেলা শেষ করলাম। মনে হয় না বিশ্বকাপে আবারো কেউ আমাকে দেখতে পাবে। আমি জানি না ভবিষ্যতে আসলেই কি হতে যাচ্ছে, জাতীয় দলের পরিকল্পনা কি। কিন্তু আমার পরিকল্পনা হচ্ছে যেকোন ভাবে জাতীয় দলের হয়ে অবদান রাখা, কারন এটাই আমার জীবন।’
২০২৭ সালে ঘরের মাঠে পরবর্তী বিশ্বকাপে দেশের হয়ে তার খেলার সম্ভাবনা আছে কিনা তার প্রেক্ষিতে মার্তা এই মন্তব্য করেছেন।
এ নিয়ে তৃতীয়বারের মত অলিম্পিকের ফাইনালে মার্তাকে পরাজিত হতে হলো। বেশ কয়েকবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত মার্তার ক্যারিয়ারে হয়তো এই একটি আক্ষেপই থেকে যাবে। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে এই যুক্তরাষ্ট্রের কাছেই মার্তার ব্রাজিল পরাজিত হয়েছিল। পুরুষ ও নারী মিলিয়ে কোন ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে সর্বোচ্চ তিনটি পদকের মালিক এখন মার্তা।
মার্তা বলেন, ‘আমি ফুটবল থেকে হারিয়ে যাবো না। এই প্রজন্মকে কোন না কোনভাবে কিছু দেবার প্রচেষ্টা থাকবে। কারন তারা অত্যন্ত প্রতিভাবান এবং খুব ভালভাবেই আমাদের অর্জন সম্পর্কে অবহিত।’
ষষ্ঠ অলিম্পিক হিসেবে প্যারিস গেমসে অংশ নিয়েছেন মার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *