ভোলার লালমোহন উপজেলায় বাজার পরিস্থিতি সহনশীল রাখতে মনিটরিং কার্যক্রম

ভোলা, ৭ সেপ্টেম্বর, ২০২৪ (জনতার কণ্ঠ) : বাজার পরিস্থিতি সহনশীল রাখতে জেলার লালমোহন উপজেলায় আজ ৭ সেপ্টেম্বর (শনিবার) বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন বাজার এলাকার বিভিন্ন নিত্য পণ্যের দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম  চালানো হয়। এ সময় মুদি, মাংস,কাঁচা বাজার, মাছ বাজার, সার ডিলার, হোটেল রেস্তোরাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। একই সাথে অতিরিক্ত মূল্য না রাখার জন্য ব্যবসায়ীদের বলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম জানান, নিত্য পণ্যের মূল্য সহনশীল রাখা, অবৈধ  মজুদদারি প্রতিরোধ করা ও পণ্য  সরবরাহ স্বাভাবিক রাখতেই আজকে বাজার মনিটরিং করা হয়। এ সময়ব্যবসয়ীদের মূল্য  তালিকা টানানোসহ ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করার জন্য অনুরোধ করা হয়। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান ইউএনও।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, মেরিন ফিসারিস অফিসার তানভীর হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যরা  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *