আনিকা শারমিন অদিতি : দক্ষতা ও অদম্য কর্মস্পৃহার সফল সন্নিবেশ ঘটিয়ে উন্নয়নের দ্বারপ্রান্তে বিএসটিআই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এস এম ফেরদৌস আলম ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষি অনুষদে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পরর্বতীতে ‘৮৯ সালে উদ্যানতত্ত্ব বিষয়ে এমএসসি সম্পন্ন করে তিনি বিসিএস প্রশাসন (ক্যাডার) ত্রয়োদশ ব্যাচে যোগদান করে মাঠ প্রশাসনে তিনি বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার (ভূমি), ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিসি (রাজস্ব), এডিসি (শিক্ষা), এডিএম, এডিসি (জেনারেল), উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, সিনিয়র সহকারী সচিব পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, উপসচিব সড়ক ও মহাসড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, পরিচালক, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা (নেকটার) বগুড়া, পরিচালক, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর, যুগ্মসচিব, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব, মৎস ও প্রণিসম্পদ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিবেশবান্ধব, বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদী এলইডি লাইটের মান প্রণয়ন কাজ করছে বলে জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ক্লাপস ও বিএসটিআই’র মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যেখানে এলইডি লাইটের মান প্রণয়ন ও উন্নত পরীক্ষণ যন্ত্রপাতি দিয়ে সহযোগীতার বিষয়ে এ সমঝোতা হয়।
এস এম ফেরদৌস আলম বলেন, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির জন্য পণ্যের সামঞ্জস্য নিশ্চিত করতে, ঘন-ঘন মান উন্নত করা প্রয়োজন হয়।
এই চুক্তির মাধ্যমে জাতীয় মান উন্নয়নে বিএসটিআই’র প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে। ইইউ, এশিয়া এবং অন্যান্য প্রতিযোগিতামূলক দেশগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষা পরিচালিত হবে। যদিও আমরা প্রাথমিকভাবে বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদী এলইডি লাইট পণ্য নিয়ে কাজ শুরু করেছি। কিন্তু এই উদ্যোগের অধীনে আরো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আমরা অন্তর্ভুক্ত করতে চাই।
সমঝোতা স্বারকেটিতে বিএসটিআই’র পক্ষ থেকে স্বাক্ষর করেন এস এম ফেরদৌস আলম এবং ক্লাপস-এর পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এসোসিয়েটস আসিফ হাসান।
কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। গত ১ জুলাই শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন সূচকে শিল্প মন্ত্রণালয়ের ১২টি দফতর-সংস্থার মধ্যে শুদ্ধাচারে এসএম ফেরদৌস আলম প্রথম স্থান অর্জন করেন। পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ১২টি দফতর-সংস্থার মধ্যে বিএসটিআই বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) প্রথম স্থান অর্জন করে।
শুদ্ধাচার পুরস্কার পাওয়া বিএসটিআই মহাপরিচালক বলেন, এই সম্মাননা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি বরাবরের মতোই সততা, নিষ্ঠা এবং নির্ভরযোগ্যতার সঙ্গে আমার পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ মঙ্গল এবং বিএসটিআইকে আরও সেবাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবো।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্র ও রংপুর জেলার কৃতি সন্তান। বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদানের পর মাঠ প্রশাসন, মন্ত্রণালয় এবং বিভিন্ন সেক্টরে সততা, ন্যায়-নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, চায়না ও সৌদি আরব সফর করেন।
ব্যক্তিজীবনে তিনি বিবাহিত; তার সহধর্মিনী অধ্যাপনায়রত। তিনি ২ পুত্রের জনক।