স্পেনের পূর্বাঞ্চলীয় ভেলেনসিয়া অঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যা

আন্তর্জাতিক ডেস্ক, ৩০ অক্টোবর, ২০২৪ (জনতার কণ্ঠ) : স্পেনের পূর্বাঞ্চলীয় ভেলেনসিয়া অঞ্চলে মঙ্গলবার ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। বন্যায় রাস্তা-ঘাট এবং বিভিন্ন শহর পানিতে তলিয়ে গেছে। খবর বিবিসি, রয়টার্স।

এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। দেশটির বেশ কিছু অঞ্চলেই বজ্রপাত এবং ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়।

দেশটির প্রেসিডেন্ট কার্লোস মাজোন এক বিবৃতিতে বলেছেন, এখনই বন্যায় মৃতের সঠিক সংখ্যা উল্লেখ করা সম্ভব নয়।

স্পেনের আবহাওয়া অফিস জানিয়েছে, ভ্যালেনসিয়া অঞ্চলের চিভায় মঙ্গলবার মাত্র ৮ ঘণ্টায় ৪৯১ মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যা এক বছরের বৃষ্টিপাতের সমান।

সহায়তার জন্য রেডিও এবং টেলিভিশন স্টেশনে শত শত ফোনকল এসেছে। বন্যাকবলিত এলাকায় আটকা পড়েছেন এমন লোকজন বা প্রিয়জনদের উদ্ধারে সহায়তা চেয়ে লোকজন ফোন করেছেন। তবে কিছু এলাকায় পৌঁছানোর জন্য উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।

এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লেতুর পৌরসভায় নিখোঁজদের উদ্ধারে ড্রোন ব্যবহার করেছেন জরুরি বিভাগের কর্মীরা। স্পেনের জাতীয় টেলিভিশন স্টেশন টিভিইকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা মিলাগ্রোস তোলোন। তিনি বলেন, লোকজনকে উদ্ধার করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভেলেনসিয়ায় অনেক মানুষ ট্রাক বা গাড়ি এমনকি বাড়ির ছাদে বা ব্রীজের ওপর দাঁড়িয়ে থেকেই রাত পার করেছেন। তারা দীর্ঘ সময় ধরে নিরাপদ স্থানে যাওয়ার অপেক্ষায় ছিলেন।

এদিকে ভেলেনসিয়া অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এইমেত। এছাড়া আন্দালুসিয়া অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ভেলেনসিয়া সিটি হল জানিয়েছে, বুধবার সব স্কুল এবং খেলাধুলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন শহরের পার্কগুলোও বন্ধ রাখা হয়েছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে নিখোঁজদের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি লোকজনকে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই মুহূর্তে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *