জনতার কণ্ঠ রিপোর্টার: বাংলাদেশের রাজনীতিকে গণতান্ত্রিক রূপ দিতে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি ইতিহাস নিয়ে কানামাছি খেলা করেছে উল্লেখ করে তিনি বলেন, এদেশের খুনের রাজনীতির জনক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক শক্তির একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থল হচ্ছে বিএনপি।
আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ‘১৫ই আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের এতো বড় দুঃসাহস কখনো হতো না।’
বেগম জিয়ার একাধিক ভুয়া জন্মদিন পালন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সঠিক জন্মদিন কবে তা জানতে চাইলে তিনি সঠিক জবাব না দিয়ে আবোলতাবোল বলেন।
করোনা গোটা পৃথিবীকে বদলে দিলেও বিএনপি নামক দলটির স্বভাবচরিত্র বদলায়নি উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে তাদের নেতিবাচক ধারা বদলাতে পারেনি,তাদের ষড়যন্ত্রের রাজনীতি ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতারও বদল হয়নি।
আইন বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আইন বিষয়ক উপকমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজি নজিবুল্লাহ হিরু প্রমুখ বক্তব্য রাখেন।