মো. মনজুরুল ইসলাম (মনজু) : পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর আয়োজনে ৭ ও ৮ ডিসেম্বর (শনি ও রবিবার) ঢাকার আগারগাঁও-এর মুক্তিযুদ্ধ জাদুঘরে ২য় জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমাবেশ আয়োজক কমিটি ও ধরা’র সদস্য সচিব শরীফ জামিল। সমাবেশকে কেন্দ্র করে আজ ৫ ডিসেম্বর (বৃহষ্পতিবার) দুপুর ১২ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সমাবেশ আয়োজক কমিটির আহ্বায়ক, ধরা’র উপদেষ্টা এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এবং রেজিস্ট্রেশন, যোগাযোগ, গণমাধ্যম ও প্রচার ওয়ার্কিং গ্রুপের সমন্বয়ক মামুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সমাবেশ আয়োজক কমিটির সদস্য সচিব শরীফ জামিল লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ধরা’র সহ-আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা এমএস সিদ্দিকী, সিপিআরডি’র প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা, ক্লাইমেট জার্নালিস্ট ফোরামের সভাপতি কাউসার আহমেদ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, উপকূল রক্ষায় আমরা’র সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, ধরা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম ও রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।
লিখিত বক্তব্যে শরীফ জামিল বলেন, ৭ ও ৮ ডিসেম্বর (শনি ও রবিবার) ঢাকার আগারগাঁও -এর মুক্তিযুদ্ধ জাদুঘরে ২য় জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই সমাবেশের-এর উদ্দেশ্য হলো জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার রক্ষার জন্য পরিবেশগত ন্যায্যতার আন্দোলনকে আরও শক্তিশালী করা। এই সমাবেশের মাধ্যমে, জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকির মুখে থাকা জনগণের সমস্যা এবং তাদের অধিকার নিয়ে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা হবে। এতে দেশ-বিদেশের পরিবেশবিদ, জলবায়ু কর্মী, নীতিনির্ধারক এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করে জলবায়ু ন্যায্যতা এবং পরিবর্তনশীল পরিবেশের মধ্যে সমাধান এবং পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।
৭ ডিসেম্বর সকাল ১০ টায় সমাবেশের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত থাকবেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি জানান, এই সম্মেলন আয়োজনের লক্ষ্যে ড. মুজিবুর রহমান হাওলাদারকে আহবায়ক ও ধরা’র সদস্য সচিব এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়ক শরীফ জামিলকে সদস্য সচিব এর দায়িত্ব দিয়ে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি কাজ করছে যা ৭ টি ওয়ার্কিং গ্রুপ গঠনের মধ্যদিয়ে সম্মেলনকে প্রস্তুত করছে। ওয়ার্কিং গ্রুপগুলোতে যারা সমন্বয় করছেন তারা হলেন, শরীফ জামিল, সমন্বয়ক, কর্মসূচি ও অধিবেশন পরিকল্পনা ওয়ার্কিং গ্রুপ; মো. শামসুদ্দোহা, সমন্বয়ক, কৌশল ও ঘোষণাপত্র ওয়ার্কিং গ্রুপ; মালো তাবুইস নুয়েরা, সমন্বয়ক, আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ ওয়ার্কিং গ্রুপ; ইবনুল সাঈদ রানা, সমন্বয়ক, খাদ্য, আবাসন ও পরিবহন ওয়ার্কিং গ্রুপ; ফয়সাল আহমেদ, সমন্বয়ক, আইটি, লজিস্টিকস, অনলাইন সাপোর্ট ও ডক্যুমেন্টেশন ওয়ার্কিং গ্রুপ; মামুন কবীর, সমন্বয়ক, রেজিস্ট্রেশন, যোগাযোগ, গণমাধ্যম ও প্রচার ওয়ার্কিং গ্রুপ; এবং আহসান রনি, সমন্বয়ক, স্বেচ্ছাসেবক সমন্বয় ওয়ার্কিং গ্রুপ। এছাড়াও প্রতিটি ওয়ার্কিং গ্রুপে ৮ থেকে ৯ জন সদস্য রয়েছেন।