কিছু শিখতে পারি জেন–জিদের থেকে অনেক, বললেন মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক: জেন–জিদের থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বলিউডের শেষ নারী সুপারস্টার মাধুরী দীক্ষিত। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউড ও নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
‘দ্য ফেম গেম’, ‘মজা মা’, ‘ভুল ভুলাইয়া ৩’-এ নতুন প্রজন্মের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন মাধুরী। তাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করা মানে নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু শেখা। আমি মনে করি, এ প্রজন্মের অভিনেতারা কাজের প্রতি দারুণ নিবেদিত আর নিয়মানুবর্তিতার মধ্যে থাকে। সময়কে ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে।’
আজ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করবেন প্রধান বিচারপতিআজ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
জেন–জিরা তাকে দারুণ প্রভাবিত করেন উল্লেখ করে মাধুরী দীক্ষিত বলেন, ‘জেন–জিদের সঙ্গে আমার যখনই দেখা হয়, মনে হয়, তারা খুব স্মার্ট। অনেক কিছু জানেন। তারা তাদের জীবনের সব অভিজ্ঞতা ভাগ করে নিতে জানেন। সোশ্যাল মিডিয়া তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জেন–জিদের থেকে অনেক কিছু শিখতে পারি। আমার ছেলেরাও অনেক কিছু জানে।’
ছবি বা সিরিজের চিত্রনাট্যে পুরুষের পাশাপাশি নারীকে গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মাধুরী বলেন, ‘একটা সময় ছিল যখন নারীরা সাইডলাইনে থাকতেন। বিশ্বাস করুন, তাদের ছবিতে রাখা হতো শুধু চোখের শান্তির জন্য। কিন্তু ধীরে ধীরে দিন বদলাচ্ছে। ৪০-৬০-এর দশকে যখন গুরু দত্তের মতো পরিচালকেরা ছিলেন, তখন নারীরা তাদের দুনিয়ার কেন্দ্রবিন্দুতে থাকতেন। কিন্তু তারপর অনেক কিছু বদলে যায়। এরপর একটা সময় এল, আমরা যখন আবার পর্দায় শুধু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য থাকতাম। তবে ৯০-এ আবার বদল দেখা যায়।’
ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের সাজা বিলম্বে বিচারকের অস্বীকৃতিঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের সাজা বিলম্বে বিচারকের অস্বীকৃতি
তিনি আরও বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী যে একাধিক শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। ছবি নির্মাণ সত্যি অনিশ্চিত, কিন্তু মেয়েরা এখন ভালো ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন।’
তিন দশকের বেশি সময় ধরে বলিউড দাঁপিয়ে বেড়িয়েছেন মাধুরী। একসময় বলিউডের এক নম্বর অভিনেত্রী ছিলেন তিনি। ক্যারিয়ারের একপর্যায়ে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে আমেরিকায় পাড়ি জমান। অভিনয়ে লম্বা বিরতির পর ২০০৭ সালে ‘আজা নাচ লে’ ছবির মাধ্যমে ফের বলিউডে প্রত্যাবর্তন হয় এই অভিনেত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *