এই যুবক অবিবাহিত ৮৭ সন্তানের বাবা হওয়ার পর ৩২ বছরের যুবক বললেন, তার লক্ষ্য ২০০ সন্তান

ডেস্ক রিপোর্ট: জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির এই যুগে প্রায় সবারই একটি বা দুটি সন্তান। কিন্তু ৩২ বছরের যুবক কাইল গোর্ডি ৮৭টি সন্তানের বাবা। শুনতে অবাস্তব মনে হলেও এটাই সত্যি। আরও চমকে দেওয়া কাণ্ড হলো এই যুবক অবিবাহিত। এরপরও গোর্ডি স্বপ্ন দেখেন বিশ্বের প্রত্যেক দেশে তার সন্তান থাকবে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা গোর্ডি পেশায় একজন স্পার্ম ডোনার। চলতি বছরের শেষে ১০০ সন্তানের বাবা হতে চলেছেন এই যুবক। গর্ভধারণে সমস্যা থাকা নারীদের সাহায্য করেন তিনি। এর জন্য ‘বি প্রেগন্যান্ট’ নামের একটি ওয়েবসাইটও রয়েছে তার। এভাবেই ৮৭ সন্তানের পিতা হয়েছেন।
বর্তমানে সুইডেন, নরওয়ে, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ১৪ জন নারীর গর্ভে জর্ডির ঔরসজাত সন্তান বড় হচ্ছে। এই কারণেই বছর শেষে শত সন্তানের পিতা হতে চলেছেন তিনি।
সম্প্রতি কাইল গোর্ডি বলেছেন, “আমার ভালো লাগে, যখন দেখি কোনো নারী ভেবেছিলেন যে তিনি মা হতে পারবেন না, অথচ আমার সাহায্য পেয়ে সন্তানের জন্ম দিতে পেরেছেন।”
পুরো বিশ্বে স্পার্ম ডোনার হিসেবে জনপ্রিয় গোর্ডি জানান, ভবিষ্যতে আয়ারল্যান্ড, জাপান, কোরিয়ার মতো দেশে স্পার্ম ডোনেট করতে চান তিনি, যেখানে আগে করেননি। তিনি বলেন, ‘কে জানে হয়তো ২০২৬ সালের মধ্যে বিশ্বের সব দেশে আমার সন্তান থাকবে! আমার সন্তানের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *