বিয়ের বিষয়ে যা জানালেন তনি

বিশেষ প্রতিনিধি: সম্প্রতি মারা গেছেন আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তনির স্বামীর লাইফ সাপোর্ট খোলা অবস্থায় একটা ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে তনিকে তার স্বামীর পাশে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। অনেকে নেতিবাচক ইঙ্গিত করে লিখেছেন ‘মিশন সাকসেসফুল’। বিষয়টি নিয়ে তনি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচারের সমালোচনা করে তনি লেখেন, “আমার হাজব্যান্ড ১০১ দিন লাইফ সাপোর্টে ছিল, প্রথম দিকে আমি বেশির ভাগ সময় ব্যাংককে থাকতাম, কিন্তু হাসপাতালে প্রতিদিন ১০-১২ লাখ টাকা বিল দিতে যেয়ে আমার অর্থনৈতিক অবস্থান কী হতে পারে, এটা যেকোনো শিক্ষিত মানুষকে মনে হয় না বোঝাতে হবে, এরপর হসপিটালে আমার হাজব্যান্ডের সাথে ২৪ ঘণ্টা থাকার জন্য স্পেশাল আইসিইউ নার্স আলাদা করে অ্যাপয়েন্টেড করে প্রতি সপ্তাহে বাংলাদেশ-ব্যাংকক আসা যাওয়া শুরু করি, কারণ আমাকে সবকিছু ঠিক রাখতে হবে। এ ছাড়া এত বড় অঙ্কের বিল মেটানো সম্ভব নয়।”
তিনি আরও লেখেন, ‘আমি যখন একা ব্যাংকক একা থাকতাম তখন বেশির ভাগ সময় হসপিটালেই থাকতাম, কিন্তু বাচ্চাদের তো সারাক্ষণ আইসিইউতে রাখা যায় না, আবার ওদের সামনে কান্নাও করা যায় না। এ ছাড়া আমি যে প্রফেশনে আছি, আমাকে অনেক প্রেজেন্টেবল হয়ে ক্যামেরার সামনে আসতে হয়, শুধুমাত্র লিপস্টিক দেওয়া একটা ছবি দেখে এত কিছু জাজ করে ফেললেন!!
তনি আরও লেখেন, ‘বিগত বছরে আমি যে পরিমাণ ধাক্কা খেয়েছি, এখন সব সামলে উঠতে হবে, অনেক অনেক রেসপনসিবিলিটি আমার, শত শত মানুষের দায়িত্ব আমার, আমার ছেলেমেয়ে, মা, ভাইবোন সবাই কে ভালো রাখতে হবে, তাই এই দুই চারটা বিষাক্ত মানুষ কি বললো তাতে আমার একটা চুলও ছেড়া যাবে না।’
তিনি আরও লেখেন, ‘আরেকটা কথা যারা আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তা করে মরে যাচ্ছেন তাদেরকে বলতে চাই, আমাকে নিয়ে যত ভাবেন যদি নিজেকে নিয়ে যদি এর ৫০% ও ভাবতেন তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *