অপূর্ব ও নিহার প্রেমের গল্প!

অপূর্ব নিউইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এদিকে মিষ্টি ও দুষ্টু মেয়ে নিহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দু’জন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। আর মিষ্টি মেয়ে নিহা অপূর্বর মনের সকল বন্ধ দুয়ার খুলে দেয়। এমনই এক গল্পের নাটকের জুটি হয়েছে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নিহা। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন তারা।

টি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। পারিবারিক সম্পর্ক ও প্রেমের গল্পের ওপর নির্মিত এই নাটকের শুটিং হয়েছে ঢাকা, নবাবগঞ্জ এবং রাজশাহীতে। ‘মন-দুয়ারী’তে থাকছে দুটি গান। সোমেশ্বর অলির কথায় একটি গানের সুর-সংগীত করেছেন সাজিদ সরকার আর গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। লিমনের কথায় দ্বিতীয় গানের সুর ও কণ্ঠ দিয়েছেন নাজির মাহমুদ। সংগীতে আছেন সজীব দাশ।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নিহার মধ্যে প্রচণ্ড সম্ভাবনা আছে অনেকদূর যাওয়ার। ও শিখতে চায়, শিখে অভিনয় করতে চায়। এটাই ওর বড় গুণ। আর এগিয়ে যাওয়ার জন্য এ গুণটিই যথেষ্ট। এই নাটকে নিহা এত ভালো করেছে, না দেখলে বিশ্বাস হবে না।’

নিহা বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্নটি পূরণ হয়েছে। তাই আমি অনেক খুশি। অপূর্ব ভাইয়া, সৌখিন ভাইয়া মিলে আমাকে সবসময় হেল্প করেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জানিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘ভ্যালেন্টাইনে সবসময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয়। কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। আপাতত এটুকুই বলছি। বাকিটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন। এমন ভিন্ন প্রজেক্ট করার সাহস আর উৎসাহ দেওয়ার জন্য প্রযোজক পাপ্পু ভাইর প্রতি ধন্যবাদ।’

অপূর্ব-নিহা ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসাসহ অনেকে।

নাটকটি নিয়ে আশাবাদী প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুও। তিনি জানান, আসছে ১৪ ফেব্রুয়ারির বিশেষ কনটেন্ট হিসেবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘মন-দুয়ারী’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *