পরীমনি লাল গোলাপ দিলেন নিরবকে

 ০3 ফেব্রুয়ারি ২০২৫, সাপ্তাহিক জনতার কণ্ঠ

‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!’ এমন ক্যাপশনে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি। ছবিতে দেখা যাচ্ছে নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন আলোচিত এই ঢালিউড তারকা। কী কারণে নিরবের সঙ্গে পরীমনির গোলাপ বিনিময়?

শুক্রবার রাতে পরীমনি জানালেন, তাঁর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষের খবর। এক ভিডিওতে খবরটি জানান তিনি। পরীমনি জানান, এক বছর চার মাস আগে শুরু হয়েছিল তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। কয়েক দফায় ছবিটির শুটিং হয়েছে। এই ছবিতে পরীমনির নায়ক সাইমন সাদিক।
এক দিন বিরতির পর রোববার সন্ধ্যায় চিত্রনায়ক নিরবের সঙ্গে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেন পরীমনি। স্থিরচিত্রে দেখা যায়, নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন এই ঢালিউড তারকা। একটি গোলাপ ফুল হাতে দুজনের একাধিক মুহূর্তের স্থিরচিত্র দেখা গেছে।
এক দিন বিরতির পর রোববার সন্ধ্যায় চিত্রনায়ক নিরবের সঙ্গে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেন পরীমনি। স্থিরচিত্রে দেখা যায়, নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন এই ঢালিউড তারকা। একটি গোলাপ ফুল হাতে দুজনের একাধিক মুহূর্তের স্থিরচিত্র দেখা গেছে।
নিরব ও পরীমনির সেসব স্থিরচিত্র নিয়ে ফেসবুকে ভক্তদের কৌতূহলও তৈরি হয়েছে। কেউ কেউ নিরব ও পরীমনিকে অভিনন্দন জানিয়েছেন। জানা গেছে, ‘গোলাপ’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব ও পরীমনি। নিরব এর আগে চুক্তিবদ্ধ হলেও সম্প্রতি পরীমনি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পরীমনির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাই দুজনে গোলাপ ফুল হাতে পোজ দিয়েছেন।
জানা গেছে, ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে নিরব ও পরীমনির সঙ্গে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। গোলাপ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা মিলবে নিরব ও পরীমনির। মন্তব্যের ঘরে তাই কেউ কেউ বলছেন, গোলাপ এ নিরব-পরীর পর্দা রসায়ন দর্শকেরা উপভোগ করবেন।
নিরব ও পরীমনি জুটির প্রথম চলচ্চিত্র গোলাপ এর পরিচালক সামছুল হুদা। তিনি জানিয়েছেন, রাজনৈতিক থ্রিলার গল্পে গোলাপ নির্মিত হবে। এই মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
নিরব ও পরীমনি জুটির প্রথম চলচ্চিত্র গোলাপ এর পরিচালক সামছুল হুদা। তিনি জানিয়েছেন, রাজনৈতিক থ্রিলার গল্পে গোলাপ নির্মিত হবে। এই মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
‘গোলাপ’ চুক্তিবদ্ধ হয়ে পরীমনি বলেন, ‘অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রুপা। গল্পে রুপা নাচবে, প্রেম করবে এমনকি মারামারিও করবে। গল্প শোনার সময় রুপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্পজুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শকেরা পছন্দ করবেন।’ ছবিতে ‘গোলাপ’ সিনেমার পরিচালক সামছুল হুদার সঙ্গে পরিমনি
‘গোলাপ’ চুক্তিবদ্ধ হয়ে পরীমনি বলেন, ‘অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রুপা। গল্পে রুপা নাচবে, প্রেম করবে এমনকি মারামারিও করবে। গল্প শোনার সময় রুপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্পজুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শকেরা পছন্দ করবেন।’ ছবিতে ‘গোলাপ’ সিনেমার পরিচালক সামছুল হুদার সঙ্গে পরিমনি
নিরব বলেন, ‘পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত আলোচিত এবং মেধাবী একজন অভিনেত্রী। পর্দায় তাঁর অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তাঁর সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারব আমরা।’
নিরব বলেন, ‘পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত আলোচিত এবং মেধাবী একজন অভিনেত্রী। পর্দায় তাঁর অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তাঁর সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারব আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *