রাবিতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন ১০ সাংবাদিক

সাপ্তাহিক জনতার কণ্ঠ

১১ ফেব্রুয়ারি ২০২৫messenger sharing button

ক্যাম্পাস সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০ সাংবাদিককে ‘রাবিসাস অ্যালামনাই বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩-২৪’ প্রদান করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনের কনফারেন্স কক্ষে অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এ অ্যাওয়ার্ড প্রদান করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অ্যালামনাই।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (রাবিসাস) কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্যাম্পাস সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য প্রথম স্থান অধিকার করেছেন দৈনিক দেশ রূপান্তরের রাবি প্রতিনিধি নোমান ইমতিয়াজ, যৌথভাবে দ্বিতীয় হয়েছেন প্রথম আলোর সাজিদ হোসেন ও খবরের কাগজের সিরাজুল ইসলাম সুমন, যৌথভাবে তৃতীয় হয়েছেন আজকের পত্রিকার রিপন চন্দ্র রায় ও সমকালের অর্পণ ধর।

এ ছাড়া ৫ জনকে বিশেষ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তারা হলেন- কালবেলার সাজ্জাদ হোসেন, দৈনিক বাংলার আসিফ আজাদ সিয়াম, কালের কণ্ঠের মাহবুব হাসান, প্রতিদিনের বাংলাদেশের শাকিবুল হাসান এবং সাম্প্রতিক দেশকালের জাহিদুল ইসলাম।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রাবিসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল এবং প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক আহমদ সফিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিসাস অ্যালামনাইর সভাপতি কেএম শহীদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। তবে অনেক ক্ষেত্রে মাঠের পরিস্থিতির সঙ্গে সাংবাদিকতা মেলে না। বিগত দিনগুলোতে স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের বিগত দিনের এ ভুলগুলো শুধরে নেওয়া উচিত। কোথায় ভুল করলাম আর কোনো স্বার্থের কারণে দেশ, সমাজ এবং দেশের মানুষের পাশে দাঁড়াতে পারলাম না- সাংবাদিকদের সেটা চিন্তা করা উচিত। আর বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে চাইলেই সেটি করা সম্ভব।’

উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গণমাধ্যম একটি বড় ভূমিকা পালন করে। তারা আর দশটি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সচেতন, যুক্তিবাদী এবং তথ্যনির্ভর। আমি মনে করি, গণমাধ্যমে যারা কাজ করবে তাদের কোনো রাজনৈতিক আদর্শ থাকা উচিত নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত সময়ে গণমাধ্যমকে অনেক বেশি পক্ষপাতদুষ্ট হতে দেখা গেছে। ফলে সাধারণ জনগণের গণমাধ্যমের উপর বিশ্বস্ততা নড়বড়ে হয়ে গেছে।’

অনুষ্ঠানে সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাহমিদা নাসরিন কনক। স্বাগত বক্তব্য দেন রাবিসাস অ্যালামোনাইয়ের সাধারণ সম্পাদক রব মজুমদার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন রাবিসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল এবং প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক আহমদ সফিউদ্দিন। সংগঠনের বর্তমান কমিটির প্রতিনিধি হিসেবে কথা বলেন রাবিসাসের সভাপতি নোমান ইমতিয়াজ। অনুষ্ঠানে রাবিসাসের প্রাক্তন ও বর্তমান সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *