১১ ফেব্রুয়ারি ২০২৫
গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে এক মহাসড়ক সেতু থেকে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূষিত গিরিসঙ্কটে পড়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন।
সোমবার ছোট শহর সান আগুস্তিন আকাসাউয়াসলান থেকে যাত্রী ভর্তি বাসটি রাজধানীতে প্রবেশের সময় ঘটনাটি ঘটে, গুয়াতেমালা সিটির দমকল বিভাগের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
রাজধানীতে প্রবেশের ব্যস্ত মহাসড়কটির পুয়েন্তে বেলিসে সেতু থেকে নিয়ন্ত্রণ হারা বাসটি প্রায় ২০ মিটার নিচে গিরিসঙ্কটে পড়ে যায়।
দমকল বিভাগের মুখপাত্র কার্লোস হার্নান্দেজ জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারী। লাশগুলো মর্গে পাঠানো হয়েছে।
সামাজিক মাধ্যমে আসা ছবির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের মাঝে বাসটিকে দূষিত পানিতে আংশিক ডুবে থাকা অবস্থায় দেখা গেছে।
গুয়াতেমালার প্রেসিডেন্ট বেনার্দো আরেভালো তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দেশটির সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবেলা সংস্থাকে উদ্ধারকাজে সহযোগিতার নির্দেশ দেন।
সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আরেভালো নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।