সাপ্তাহিক জনতার কণ্ঠ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সেখান থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এসব কথা বলেন। আজ শনিবার বেলা তিনটার কিছু পরে দেশের ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের নিয়ে ঐকমত্য কমিশনের এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মাহমুদুর রহমান আরও বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কারের প্রস্তাবগুলো সবাইকে দেওয়া হবে। সবাই সেগুলো পড়ে সেসব বিষয়ে মতামত দেবেন। সবার মতামত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর জনগণই বিচার করবে, কোনটা ঠিক আর কোনটা ভুল। এমন পরিস্থিতি যদি আসে, কোনো একটা মত সঠিক মনে হচ্ছে না, সেটাও যুক্তিযুক্তভাবে বদলানো হবে। এভাবেই তৈরি হবে জাতীয় ঐকমত্য।
সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দীর্ঘ সময় লাগতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরের নির্বাচনের আগেই এগুলো করা সম্ভব। তাদের কার্যক্রমেও এ বিষয়টি আছে, যে সবকিছু দ্রুত সময়ের মধ্যে করার। পুরো জাতির মতামত নিয়ে তা একটি ওয়েবসাইটে প্রকাশ করার উদ্যোগও ভালো।