- সাপ্তাহিক জনতার কণ্ঠ – ২০ ফেব্রুয়ারি ২০২৫
জানা গেছে, প্রথম ধাপে সকাল ৯টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেক কেটে ও বেলুন-পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। পরে আনন্দ শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন সংগঠনটির প্রাক্তন ও বর্তমান সদস্যরা।
তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে। সাংস্কৃতিক সন্ধ্যায় র্যাফেল ড্র, স্মৃতিচারণসহ থাকবে সুপরিচিত শিল্পগোষ্ঠী ও মিউজিক ব্যান্ডের পরিবেশনা।
রুরুর সাধারণ সম্পাদক মারুফ হাসান মিলু বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি গৌরবের সঙ্গে ক্যাম্পাস সাংবাদিকতার চর্চা করে আসছে। দেখতে দেখতে প্রাণের এ সংগঠন দুই যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের মাঝে এক মিলনমেলা হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সংগঠন। সংগঠনটির সদস্যরা ২০০১ সাল থেকে ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চা করছেন।