লিটনদের কাঁপানো হাসান আলীর মায়ের ব্যাগ ছিনতাই

ঘটনাটি ঘটেছে হাসান আলীর নিজ শহর গুজরানওয়ালায়। তার ভাই খুররম জানান, বাজারে যাওয়ার পথে দুই মোটরসাইকেল আরোহী তার মায়ের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগটিতে ছিল ২ লাখ ৩০ হাজার পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ হাজার টাকা।

খুররম জানান, ‘আমার মা বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। তখনই আচমকা দুই দুর্বৃত্ত এসে ব্যাগটি ছিনিয়ে নেয়। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।’

ঘটনার পরপরই গুজরানওয়ালা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। পুলিশের ভাষ্যে, ‘আমরা অপরাধীদের শনাক্ত করতে কাজ করছি এবং শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।’

উল্লেখ্য, হাসান আলী পাকিস্তানের টি-টোয়েন্টি দলে দীর্ঘ বিরতির পর দারুণ প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩.২ ওভারে মাত্র ৩০ রান খরচ করে নিয়েছেন ৫ উইকেট। এটাই তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার।

একদিকে মাঠে জয়, অন্যদিকে পরিবারের জন্য এমন একটি ঘটনা—হাসান আলীর জন্য দিনটি হলো মিশ্র আবেগের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *