ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অভিযোগ

ভারতীয় পেসার যশ দয়াল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার জশ দয়ালের বিরুদ্ধে এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছেন। উত্তর প্রদেশের গাজিয়াবাদের ওই নারী রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগটি দায়ের করেছেন। এমন খবর দিয়েছে ইন্ডিয়া টুডে, এনডিটিভিসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

সেই নারীর দাবি, পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এ সময় তিনি তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং মানসিকভাবে নির্যাতন করেছেন।

ইন্ডিয়া টুডে তাদের সূত্রের বরাতে জানিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর গাজিয়াবাদের ইন্দিরাপুরম সার্কেল অফিসারের কাছ থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছে। পাশাপাশি পুলিশকে আইজিআরএসে দায়ের করা অভিযোগ নিষ্পত্তির জন্য ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। অভিযোগ করা নারী ১৪ জুন মহিলা হেল্পলাইনে একটি অভিযোগও দায়ের করেছিলেন।

গুজরাটের হয়েও খেলেছিলেন যশ

এনডিটিভির খবরে বলা হয়, অভিযোগপত্রে বলা হয়েছে, ‘পাঁচ বছর ধরে এক ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক ছিল। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে আমাকে ব্যবহার করেছেন। এমনকি আমাকে নিজের পরিবারে স্ত্রী হিসেবে পরিচয়ও করিয়ে দেন, যার ফলে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিই।’

ওই নারী আরও অভিযোগ করেন, প্রতারণার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দয়াল তাঁকে শারীরিকভাবে আঘাত করেন ও মানসিকভাবে হেনস্তা করেন। সম্পর্ক চলাকালীন তাঁর কাছ থেকে দয়াল টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগপত্রে বলা আছে, ‘দয়াল আরও একাধিক নারীর সঙ্গেও একই ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন।’

সেই নারী জানান, ১৪ জুন নারী সহায়তা হেল্পলাইনে ফোন করেছিলেন। তবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। আর্থিক ও সামাজিক অসহায়তার কারণে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরের শরণাপন্ন হয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারীর কাছে প্রমাণ হিসেবে চ্যাট, স্ক্রিনশট, ভিডিও কল এবং ছবি আছে।

অভিযোগপত্রের শেষ দিকে বলা হয়েছে, ‘এ বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এটি শুধু আমার জন্য নয়, এমন প্রতারণার শিকার সব নারীর জন্যই গুরুত্বপূর্ণ।’

দয়াল ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপাজয়ী দলের সদস্য। তিনি ১৫ ম্যাচে ১৩টি উইকেট নেন। ২৭ বছর বয়সী এই পেসার ২০২২ চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দলেও ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *