চাল না কিনলে জাপানে নতুন করে শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রের

ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে সোমবার (৩০ জুন) ট্রাম্প বলেন, ‘প্রিয় জাপান, তোমাদের গাড়ির ওপর ২৫% শুল্ক দিতে হবে।’ একই বক্তব্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেও পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ওরা আমাদের চাল নেয় না, অথচ ওদের দেশে চালের ঘাটতি রয়েছে।’

তবে ট্রাম্পের এই দাবি পরিসংখ্যানে মেলে না। মার্কিন জনশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জাপান যুক্তরাষ্ট্র থেকে ২৯৮ মিলিয়ন ডলারের চাল আমদানি করেছে। চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কিনেছে আরও ১১৪ মিলিয়ন ডলারের চাল।

যুক্তরাষ্ট্রে অবস্থিত জাপানি দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, ট্রাম্পের বক্তব্যের পেছনে ২০২১ সালের একটি সরকারি প্রতিবেদন থাকার ইঙ্গিত দিচ্ছে সিএনএন। সে প্রতিবেদনে বলা হয়েছিল, জাপানের আমদানির প্রক্রিয়া ও চাল বিতরণব্যবস্থা ‘জটিল ও অস্বচ্ছ’, যা মার্কিন রপ্তানিকারকদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে।

এপ্রিলে ট্রাম্প একটি ৯০ দিনের শুল্ক বিরতির ঘোষণা দিয়েছিলেন, যার মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। এরপর আবার নতুন করে শুল্ক আরোপ শুরু হতে পারে। ট্রাম্প বলেছেন, কিছু বিদেশি দেশকে শিগগির চিঠি পাঠানো হবে, যেখানে জানানো হবে নতুন শুল্কহার।

বর্তমানে শুল্ক বিরতির আওতায় জাপানি পণ্যে ১০ শতাংশ শুল্ক ধার্য রয়েছে, যা আগের হার ২৪ শতাংশের চেয়ে কম। তবে নতুন শুল্ক নীতিতে এই হার বাড়ানো হতে পারে।

হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেট জানিয়েছেন, ‘জাপানের সঙ্গে আলোচনা চলছে। এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ট্রাম্প কী বলেছেন তা আমরা দেখেছি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কিছুটা সময় লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *