চুক্তি নবায়নের পর মোনাকোয় ধারে গেলেন বার্সা তারকা ফাতি

চুক্তিতে রয়েছে ১১ মিলিয়ন ইউরোর (প্রায় ১৩২ কোটি টাকা) স্থায়ী কিনে নেওয়ার অপশন। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে ফাতিকে আবার ফেরানোর ‘রিপারচেজ ক্লজ’ও রেখে দিয়েছে বার্সেলোনা।

২০১৯ সালে বার্সার হয়ে দুর্দান্তভাবে সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন ফাতি। সেই মৌসুমেই তিনি হয়েছিলেন ক্লাব ইতিহাসের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়নস লিগ গোলদাতা- মাত্র ১৭ বছর বয়সে! কিন্তু এরপর ইনজুরির ছোবলে থমকে যায় তার উত্থান। হান্সি ফ্লিকের অধীনে গত মৌসুমে মাত্র ১১ ম্যাচ খেলেছেন, যার মধ্যে মাত্র তিনটি ছিল শুরুর একাদশে। পুরো মৌসুমে মাঠে ছিলেন মাত্র ২৯৭ মিনিট।

২০২৩ সালে ব্রাইটনে ধারে খেললেও প্রত্যাশা পূরণ করতে পারেননি- ২৭ ম্যাচে গোল ছিল মাত্র চারটি।

তবে এবার লিগ ওয়ানের মোনাকোতে নতুন শুরুর আশায় পগবার সঙ্গে হাত মেলাচ্ছেন ফাতি। চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ, নিয়মিত খেলার সময়- সব মিলিয়ে নিজের হারানো ধার ফিরে পাওয়ার আদর্শ মঞ্চ পেতে পারেন ফ্রান্সেই।

বার্সা তাকে এখনই পুরোপুরি ছাড়ছে না, চুক্তি বাড়ানো এবং ফেরানোর ক্লজ রাখাই তার প্রমাণ। এখন ফাতির সামনে চ্যালেঞ্জ একটাই- মোনাকোর মঞ্চে আবার নিজের নামটা আলোয় ফেরানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *