হলিউডের আগামী দিনের লাস্যময়ীরা

১. মনিকা বারবারো

খুব বেশি একটা পরিচিতি না থাকলেও সিনেপ্রেমীদের ক্র্যাশ হয়ে উঠছেন মার্কিন অভিনেত্রী মনিকা বারবারো। টম ক্রুজের সঙ্গে ‘টপ গান: ম্যাভেরিক’-এ অ্যাকশন অবতারে, ‘এ কমপ্লিট আননোন’-এ ভবঘুরে চরিত্রে কিংবা ‘অ্যাট মিডনাইটে’-এ মোহনীয় লুকে—সিনেদুনিয়ায় নিজের একটি শক্ত আসন করে নিয়েছেন মনিকা। মায়াবী হাসি, নিটল চোখ আর আকর্ষণীয় ফিগারে পর্দায় তার উপস্থিতি আবেগি করে তোলে তরুণ-যুবকদের। জেমস ম্যাঙ্গোল্ডের মিউজিক্যাল বায়োপিকে জোয়ান বেজের চরিত্রে বারবারোকে অস্কার এনে দেয়। অভিনয়ের পাশাপাশি তিনি তুখোড় নৃত্যশিল্পী। সালসা ও ট্যাঙ্গোতে রয়েছে তার বিশেষ পারদর্শিতা। অভিনয়ের সঙ্গে নৃত্য, একই সঙ্গে কমনীয় চেহারা-হাসি—বারবারোকে করে তুলেছে হলিউডের আগামীর মহাতারকা।

২. মেইসি স্টেলা

মেইসি স্টেলার রূপ-লাবণ্যে বুঁদ হয়ে হলিউডের সিনেমাপ্রেমীরা। কানাডিয়ান স্বর্ণকেশী মেইসির ব্যাপক পরিচিতি গায়িকা হিসেবে। ইউটিউবে রবিনের ব্রেকআপ সিঙ্গেল ‘কল ইওর গার্লফ্রেন্ড’-এর ‘কাপ গান’ তাকে নিয়ে যায় আলোচনার শীর্ষে। তবে অভিনয়েও যে তিনি সিদ্ধহস্ত, সেটি অব্রে প্লাজার বিপরীতে কমেডি ঘরানার ‘মাই ওল্ড অ্যাস’-এ তাকে দেখেই বোঝা যায়। আকর্ষণীয় লুকে আর সাবলীল অভিনয়ের মাধ্যমে হলিউডে মেইসি স্টেলা নতুন সেনসেশনে পরিণত হয়েছেন। অ্যান হ্যাথাওয়ে ও ইওয়ান ম্যাকগ্রেগর অভিনীত সায়েন্স ফিকশন সিনেমা ‘ফ্লাওয়ারভেল স্ট্রিট’ নিয়ে শিগগির আসছেন পর্দা কাঁপাতে। সংগীতের পাশাপাশি অভিনয়গুণে আগামীর তারকা হতে যাচ্ছেন মেইসা স্টেলা।

৩. জেনা ওরতেগা

‘সৌন্দর্য’ শব্দটি পুরোপুরি নির্ভর করে পছন্দের ওপর। আমেরিকান সুন্দরী জেনা ওর্তেগা আসলে কতটা সুন্দর? যারা জেনাকে চেনেন, তারা জানেন ‘ওয়েডনেসডে’-তে কী ভয়ংকরভাবে পর্দা মাতিয়েছেন তিনি। বাস্তবে কিন্তু জেনা শুধু সুন্দরীই নন, তিনি কমনীয়, অনন্য ও মার্জিত। ভৌতিক চরিত্রে অভিনয় করে জেনা সিনেমহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন আর তাকে তারকা বানিয়েছে। কিন্তু অসাধারণ অভিনয়ের পাশাপাশি তার মোহনীয় লুক সত্যিই নজর কাড়ে। জেনা ওর্তেগাকে ‘বিটলজুস’ সিক্যুয়েলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। হলিউডের অন্যতম সেরা তারকা হওয়ার জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই আছে জেনার মধ্যে।

৪. জেনডেয়া কোলম্যান

জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যান—বর্তমান সময়ের হলিউডের সবচেয়ে বেশি চর্চিত অভিনেত্রীদের একজন। ইউফোরিয়া টিভি শো, এরপর ডিউন ও টম হল্যান্ডের বিপরীতে ‘স্পাইডারম্যানে’ অভিনয় করে দর্শকহৃদয় মাত করেছেন ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া জেনডেয়া কোলম্যান। সৌন্দর্যের ক্ষেত্রে একটি তারুণ্যময় এবং অনন্য দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন জেনডেয়া, যা তাকে অনন্য করে তুলেছে। মায়াবী চেহারা, আকর্ষণীয় ফিগারের সঙ্গে পজিটিভ দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতার মিশেল মার্কিন এই অভিনেত্রীকে আগামী প্রভাবশালী তারকা হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে ধারণা সিনেমাবোদ্ধাদের।

৫. জেনিফার লরেন্স

সময়ের অন্যতম আবেদনময়ী তারকা জেনিফার লরেন্স। মেধার ছাপ ও অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলে নিজেকে এরই মধ্যে আলাদাভাবে চিহ্নিত করতে পেরেছেন তিনি। ২৫ বছর বয়সেই জেনিফার লরেন্স সফল অভিনেত্রীর জীবনে যা কিছু দরকার, সবই পেয়েছেন। ‘দ্য হাঙ্গার গেমস’ ও ‘জয়’ সিনেমা দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সৌন্দর্য আর কমনীয়তা তো আছেই—পাশাপাশি পেশাদারিত্ব ও বাছাই ক্ষমতার সঙ্গে ব্যক্তিত্ব তাকে অনেক বেশি শানিত করেছে। ভবিষ্যতে জেনিফার হতে পারেন বিশ্বের অন্যতম সেরা অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *