গুরুতর আহত আদা শর্মা

রুপালি পর্দার সাহসী মুখ, ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা এবার বাস্তবেই মুখোমুখি হলেন এক ভয়ংকর বাস্তবতার। অ্যাকশন থ্রিলার সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী নিজেই এবার চোটে ক্ষতবিক্ষত। সম্প্রতি একটি ছবির শুটিং সেটে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুট চলাকালীন হঠাৎই পড়ে গিয়ে গুরুতর আঘাত পান আদা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন অ্যাকশন থ্রিলার ছবির শুটিং সেটে গুরুতরভাবে নাকে আঘাত পান আদা শর্মা। মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই এমনটা হয়েছে বলে জানা যায়। চোট গুরুতর হলেও সে সময় কাজ থামাননি এই সুন্দরী। সিনেমার মহড়া চালিয়ে গিয়েছেন একজন পেশাদার অভিনেত্রীর মতো।

এ বিষয়ে আদা এক সাক্ষাৎকারে বলেন, ‘ব্যথা তো সাময়িক সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে তখন একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম।

তিনি আরও বলেন, আঘাত পাওয়ার পর আইস প্যাক লাগিয়েছি, সেইসঙ্গে মেকআপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে কাজ করতে গিয়ে মনে আরও জোর পেয়েছি।’ উল্লেখ্য, ভৌতিক ঘরানার ছবি ‘১৯২০’র হাত ধরে প্রথম বলিউডে অভিষেক হয় আদার। এই ছবিতে তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হন। এরপরে একাধিক হিট ছবির অংশ হয়ে থেকেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *