বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৯ ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে। ফ্লাইট থেকে যাত্রীদের নামানোর পর লাগেজ নেওয়ার জন্য একটি লাগেজ ট্রলি সেখানে উপস্থিত হয়। পাশের পার্কিং বে’তে বিমানের অভ্যন্তরীণ রুট পরিচালনা করা ড্যাশ ৮ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি যখন ডানে ঘোরে, তখন এর পাখার তীব্র বাতাসে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা বোয়িং উড়োজাহাজটির গায়ে আঘাত হানে।
এ বি এম রওশন কবীর বলেন, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না; বরং তীব্র বাতাসে স্থানচ্যুত হয়ে প্লেনটিকে আঘাত করে।