আজই ওয়ানডেতে অভিষেক হয় তানভীর ইসলামের। প্রথম ওভারে কিছু করতে না পারলেও দ্বিতীয় ওভারে পেয়ে যান প্রথম উইকেটের দেখা। ফেরান গলার কাঁটা হয়ে উঠা কুশল মেন্ডিসকে।
কুশল মেন্ডিস বেশ ভোগাচ্ছিলেন দলকে। মাত্র ২৯ রানে ৩ উইকেট তুলে নেবার পরও পাল্টা আক্রমণে দলেত হাল ধরে ছিলেন তিনিই। তবে তানভীরের শিকার হয়ে তাকে থামতে হলো ৪৩ বলে ৪৫ রানে।
এর আগে বিপর্যয়ে পড়া দলকে টানেন তিনি। চারিথ আসালাঙ্কার সাথে গড়েন ৬০ রানের জুটি। কুশল ফিরলেও চারিথ অপরাজিত আছেন ৫০ বলে ৩৫ রানে। ২১ ওভার শেষে দলের সংগ্রহ ৪ উইকেটে ৯৭।
এর আগে কলম্বোতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে শুরুটা ভালো হয়নি, তানজিম সাকিব মাত্র ৫ রানে ভাঙেন উদ্বোধনী জুটি।
টেস্ট সিরিজে জোড়া সেঞ্চুরি করা নিশানকাকে ৮ বলে ০ রানেই ফেরান তিনি। এরপর জোড়া আঘাত করেন তাসকিন। নিশান মাদুষ্কাকে ৬ ও কামিন্দু মেন্ডিসকে ফেরান ০ রানে। ২৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকেরা।