খামেনি প্রাণ হারালে আসবে ছেলে অথবা গুরুর নাতি, তারা আরও দৃঢ়চেতা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়ায় জোর দিয়েছে ইরান। যদিও দুই বছর আগেই এই চিন্তা শুরু করেছিল দেশটি। সংঘাতের মধ্যেই দুজন বিকল্পও পেয়েছে তেহরান। বলা হচ্ছে- এই দুজন আরো দৃঢ়চেতা! একজন হলেন সর্বোচ্চ নেতার ৫৬ বছর বয়সী পুত্র মোজতাবা খামেনি এবং অন্যজন ইসলামিক বিপ্লবের গুরু খোমেনির নাতি ৫৩ বছর বয়সী হাসান খোমেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচ কর্মকর্তার বরাতে এই তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ও টাইমস অব ইসরায়েল

চলমান সংঘাতে খামেনি হঠাৎ প্রাণ হারালে নতুন নেতার নাম ঘোষণার জন্য প্রস্তুত থাকতে চাইছে তেহরান। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বিকল্প নেতার নাম ঘোষণার কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ওই কর্মকর্তারা।

ওই কর্মকর্তারা আরও বলেছেন, ৮৬ বছর বয়সী খামেনিকে সপরিবারে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নিরাপত্তায় নিয়োজিত আছে রেভল্যুশনারি গার্ডসের বিশেষ শাখা ভ্যালি ইয়ে আমর। সর্বোচ্চ নেতাকে বিকল্প নেতৃত্ব নির্বাচনের বিষয়ে নিয়মিতভাবে অবহিত করা হচ্ছে।

তবে ক্ষমতা হস্তান্তর সহজ হবে কিনা, কিংবা নতুন নেতার কর্তৃত্ব বর্তমান খামেনির মতো প্রতিষ্ঠিত হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ সাম্প্রতিক ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন, যাদের সহায়তায় খামেনি তার ক্ষমতা ধরে রেখেছেন।

খামেনির বয়স ও স্বাস্থ্যগত কারণেই তার উত্তরসূরি নির্ধারণ নিয়ে পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। কিন্তু সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এই পরিকল্পনায় গতি এসেছে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সূত্রগুলো।

বিশেষ করে সেপ্টেম্বরে ইসরায়েলের হাতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।

মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা এবং তার পর যুক্তরাষ্ট্রের বিমান হামলার কারণে উত্তরসূরি নির্বাচনের চাপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

এরমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট একরকম হুমকি দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলেন। তিনি বলেন, খামেনি কোথায় আছে আমরা জানি। তিনি খুবই সহজ একটি লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *