নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
দুদক আদালতকে জানায়, শামীম ওসমান তার সম্পদ বিক্রির চেষ্টা করছেন এবং ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের পরিকল্পনা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব সম্পদ সাময়িকভাবে ক্রোক ও হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি দুদক শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান এবং শ্যালক তানভীর আহমেদের নামে একটি মানি লন্ডারিং মামলা করে। মামলায় তাঁদের বিরুদ্ধে ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ আনা হয়।