শামীম ওসমানের ২টি প্লট ক্রোক, ২৯ ব্যাংক হিসাব ফ্রিজ

নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শামীম ওসমানের নামে রাজধানীর পূর্বাচলে একটি প্লট এবং উত্তরায় ৯ কাঠা জমি রয়েছে, যেগুলো ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার নামে থাকা ২৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

দুদক আদালতকে জানায়, শামীম ওসমান তার সম্পদ বিক্রির চেষ্টা করছেন এবং ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের পরিকল্পনা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব সম্পদ সাময়িকভাবে ক্রোক ও হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি দুদক শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান এবং শ্যালক তানভীর আহমেদের নামে একটি মানি লন্ডারিং মামলা করে। মামলায় তাঁদের বিরুদ্ধে ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ আনা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। একই সময় শামীম ওসমানও দেশ ত্যাগ করেন। তার বিরুদ্ধে সে সময় ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে একাধিক মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *