বিয়ে নিয়ে আবারও মুখ খুললেন জয়া আহসান

তিন দশকেরও বেশি অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় কাজ। রাজত্ব করেছেন বিজ্ঞাপন, নাটক, ওটিটি ও সিনেমায়। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও কাজ করেছেন সমানতালে। প্রিয় এই অভিনেত্রীর কাজের বাইরেও তার ব্যক্তিজীবন; বিশেষ করে সম্পর্ক ও বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তমহলের।

সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্ক, বিচ্ছেদ, নতুন করে বিয়ের পরিকল্পনা ও একা থাকার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন নন্দিত এই অভিনেত্রী।

বিয়ে প্রসঙ্গে জয়ার ভাষ্য, ‘বিয়ে তো যেন ‘ওল্ড স্কুল’। পৃথিবীতে যত মানুষ, তত রকম সম্পর্ক। কোনো সম্পর্কই আরেকটার মতো না। আমার জীবনে যেসব সম্পর্ক ছিল সেগুলোই আজকের আমাকে গড়ে তুলেছে। ভুলগুলোও আমার, সেগুলো নিয়েই সামনে এগিয়ে চলি। সব কিছু ফেলে দেওয়া যায় না।’

বর্তমান সময়ের সম্পর্ক নিয়ে তার পর্যবেক্ষণও জানিয়েছেন তিনি। ‘এখন তো কেউ রিলেশনশিপে যায়ই না! এখন “সিচুয়েশনশিপ” চলছে। ভাবনাগুলো আছে, কিন্তু সম্পর্কটাই নেই’ বললেন জয়া।

একাকীত্ব বা নতুন সম্পর্কে জড়ানোর পরিকল্পনার প্রশ্নে জয়া বলেন, ‘আমি কিছুই পরিকল্পনা করে করি না। যদি মনে হয় সিঙ্গেল থেকে ডাবলে যাওয়া দরকার, তখন হবে। আপাতত ভালো আছি, শান্তিতে আছি, তাই কোনো প্ল্যান নেই।’

এর আগেও, ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন জয়া আহসান। সেখানে তিনি বলেন, ‘উত্থান-পতন জীবনেরই অংশ। সেই সময়টা আমার দৃষ্টিভঙ্গিই পাল্টে দেয়। আমি কাজেই মন দিই। কাজই আমাকে সান্ত্বনা দিয়েছে। আমি সবসময় কাজের সঙ্গে থেকেছি, সেটাই আমার ভালো থাকা।’

বলা দরকার, আগামী ১৮ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে তিনি নতুন সিনেমার শুটিংও শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *